পুকুরে মিলল ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি
পুকুরে মিলল ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে একটি কষ্টি পাথরের মূর্তির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করে পানি দিয়ে পরিষ্কার করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত কার্যক্রম শেষে মূর্তিটি আদালতে পাঠানো হবে।