আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911


এবার লালমনিরহাটে দুর্গা মন্দিরে ঢুকে আযান

এবার লালমনিরহাটে দুর্গা মন্দিরে ঢুকে আযান!



লালমনিরহাট জেলা সদরের কাগজীটারী দূর্গানমন্দিরের তালা নুর মোহাম্মদ রিপন (৩০) এক যুবক ভিতরে প্রবেশ করে। পরে সে মন্দিরে আযান দেয়। মন্দিরে ভিতরে নামাজ আদায় করেছে থাকে। এসময় জনতা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের কাগজীটারী গ্রামে। এ ঘটনার পর হতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন হিন্দু সম্প্রদায় কে আশ্বস্ত করেছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনায় ওই যুবকে আটক দেখিয়ে মামলা দায়ের হয়েছে। আজ রোববার দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করেছে। থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে জেলা সদরের লালমনিরহাট পৌরসভার কাগজীটারী গ্রামের হিন্দু পাড়ার শ্রী শ্রী কাগজীটারী দুর্গা মন্দিরে এক যুবক তালা ভেঙ্গে প্রবেশ করে। সে মন্দির প্রাঙ্গণে আযান দেয়। পরে মন্দিরে নামাজ আদায় করে। ঘটনার আকস্মিকতায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীরা মন্দির প্রাঙ্গণে যুবক কে আটক করে। আটক যুবক তার পরিচয় জানান, তার নাম নুর মোহাম্মদ রিপন (৩০), পিতা - আকবর আলী, গ্রাম কিশামত হারাটি ( তেলিটারী), হারাটি ইউনিয়ন, লালমনিরহাট সদর। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, এ বিষয় মন্দিরে সভাপতি সুবোধ চন্দ্র রায় বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদী আটক যুবক রিপন জানায়, মন্দিরে সে নামাজ পড়তে প্রবেশ করেছে। নামাজ পড়া অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে। তদন্ত করলে বেড়িয়ে আসবে অন্যকোন উদ্দেশ্য ছিল কি-না। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



 



 

 আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911