অপহরন নাবালিকা মেয়ে ছবিতা রানি
অপহরন নাবালিকা মেয়ে ছবিতা রানি
ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি :-পবিত্র সেন
কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলার অন্তর্গত কাশীপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা অরজুন সেনের মে ছবিতা রানী বয়স ১৪ অপহরণ কাল বিকেল আনুমানিক ৪ টায়।
ছবিতা রানী কাল কুচিং যাওয়ার পথে বিকেল আনুমানিক ৪ টায় তাকে অপহরন করেন ছেলের নাম আলিনুর পিতা মৃত আব্দুল হালিম
মাতা আনোয়ারা বেগম সাকিন দক্ষিণ অনন্তপুর নাজিরহাট কাশীপুর ফুলবাড়ি কুড়িগ্রাম এর বাসিন্দার এর আগে ওই মেয়ে কে তুলে নিয়ে যাওয়ার জন্য মেয়ের বাসার সামনে গাছে চিঠি লিখে যায় (চিঠি : আপনাররবাসার মেয়ে কে তুলে নিয়ে গিয়ে মুসলিম বানাবো) । বুধবার বিকেলে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হলে মেয়েকে অপহরণ করে আলিনুর ও তার স্বজনরা।
এ নিয়ে মেয়ে বাবা বাদি হয়ে একটি অপহরণ মামলা করেন আলিনুর ও আরো বেশ কিছু অপহরণ কারির বিরুদ্ধে।