রাঙ্গামাটিতে বন্যায় মন্দিরে আশ্রয় নিল মুসলিমরা
রাঙ্গামাটিতে বন্যায় মন্দিরে আশ্রয় নিল মুসলিমরা
ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় অবিরত বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই দুর্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে এসে মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত করেছে।
এমনই একটি অনন্য দৃশ্য দেখা গেছে রাঙ্গামাটি জেলার ভেদভেদিতে। কাপ্তাই লেকের পানি ছেড়ে দেওয়ার ঘোষণা হওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ভেদভেদী লোকনাথ মন্দিরে আশ্রয় নিয়েছেন। এই মন্দিরে সকলকে এক ছাদের নিচে আশ্রয় দেওয়া হচ্ছে।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা একে মানবতার জয় বলে অভিহিত করেছেন। ধর্মের বাধা পেরিয়ে সকলে এক হয়ে মানবতার সেবা করার এই উদাহরণ সত্যিই প্রশংসার দাবিদার।
আশা করি এই ঘটনা অন্যদেরও প্রেরণা যোগাবে এবং মানবতার সেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এটাই সনাতন ধর্ম