রথযাত্রার সময় ভক্তদের উপর গরম জল নিক্ষেপ
নিজেস প্রতিনিধি
।ঢাকা
রথযাত্রা চলাকালে ভক্তদের উপর,গরম জল ইট পাথর ও নোংরা পলিতিনের পেকেটে করে নিক্ষেপ করা হয় তার জন্য আহত অনেকে। প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন কাউকে গ্রেফতার করছে না।
ঘটনাটি ঘটেছে জগন্নাথ দেবের উল্ট রথযাত্রার দিন,বাংলাদেশের রাজধানি টিকাটুলি ঢাকা । প্রত্যক্ষ দরশিরা বলেন রথযাত্রা চলাকালে ,ঠিকানা রাসেল সেন্টার টাওয়ার থেকে ভক্তবিন্দুদের ওপর গরম জল নোংরা ইট পাথর ও ডিম নিক্ষেপ করা হয়। ভক্তবৃন্দরা প্রতিবাদ করিলে,প্রশাসন সনাতনী দের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে,ধামাচাপা দেয়ার চেষ্টা করে। স্বাধীনভাবে ধর্মচর্চার পরিবেশ,কৌশলে একেবারেই সংকুচিত করা হচ্ছে বাংলাদেশে।