আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911


ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক মাদক উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার

 ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক মাদক উদ্ধারসহ  ০৪ জন  গ্রেফতার 




ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান :


গত ১১ জুলাই ২০২৪ ইং ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক  জেলা বিভিন্ন  এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে  অভিযান পরিচালনা করা করে  মোট ১০৫ গ্রাম শুকনো গাঁজা, ৩৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ০৫ বোতল বিদেশি মদ  উদ্ধারসহ মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়।

 রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাচোর  ইউপির অন্তর্গত আমজুয়ান গ্রামস্থ আবাত্তাকীয়া মাদ্রাসা মোড় হতে  ১০৫ (একশত পাঁচ) গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রয়ের ৩,৪৩০/-(তিন হাজার চারশত ত্রিশ) উদ্ধারসহ মোঃ রিপন বাপ্পী (২৪) কে গ্রেফতার করা হয়।

 হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বকুয়া ইউপির পীরেরহাট হতে  ১২ বোতল বিদেশী মদসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু  মোঃ রায়হান (১৬)  গ্রেফতারকে হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন মোঃ আলী আকবর ভুট্টা (৩৫) পালিয়ে যায়। 


ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গড়েয়া ইউপির অন্তর্গত নতুন গড়েয়া বাজার হতে ২২ (বাইশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ  মোঃ জাহিদ আলম (১৯) কে গ্রেফতার করা হয়। 


পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পীরগঞ্জ পৌরসভাধীন  মিত্রবাটি মৌজাস্থ  পীরগঞ্জ হতে বোচাগঞ্জ গামী রাস্তা নিকট হতে  ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোঃ নূরনবী (৩০), কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



 



 

 আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911