আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911


শাহজাদপুরে সরকারি মদের দোকান খোলার দাবীতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ : ভাত চায় না, মদ চায় তারা।

 শাহজাদপুরে সরকারি মদের দোকান খোলার দাবীতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ : ভাত চায় না, মদ চায় তারা।



মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি। 


সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। "ভাত চাইনা, মদ চাই" শ্লোগানে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।



সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন, "ভাত চাইনা, মদ চাই।"


উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান লক্ষ করে হামলা চালায় কিছু মানুষ। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



 



 

 আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911