বাংলা জিওগ্রাফিকা তৈরি করে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের যুবক প্রকৌশলী জ্যোতির্ময় ধর
ন্যাশনাল জিওগ্রাফিকার আদলে বাংলা জিওগ্রাফিকা তৈরি করে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের যুবক প্রকৌশলী জ্যোতির্ময় ধর। ভ্রমণ ও বিজ্ঞান বিষয়ক জার্নাল "জিওগ্রাফিকা" পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে । এর দ্বিতীয় সংখ্যার কাজ শুরু হয়েছে । জানা যায় দ্বিতীয় সংখ্যাটি হবে "ট্র্যাকিং " বিশেষ সংখ্যা । বাংলায় যারা ট্র্যাকিং করেন তাঁদের কাছ থেকে লেখা সংগ্রহ করে এই ট্র্যাকিং বা অভিযান সম্পর্কিত লেখাকে প্রাধান্য দেওয়া হবে এবং অন্যান্য বিভাগ গুলোও চালু থাকবে । তবে এক্ষেত্রে বাংলাদেশের নিম্ন লিখিত পাহাড় বা দুর্গম জায়গা গুলোর উপর গুরুত্বারোপ করছিঃ