বড়লেখার বর্ণিতে বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর ত্রাণ বিতরণ
বড়লেখার বর্ণিতে বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর ত্রাণ বিতরণ
রাম টিভি লাইভ নিউজ জনগণ দের মনের কথা |
আবু আহমেদ উবায়দা
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার
বড়লেখার বর্ণি ইউনিয়নে
বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর অর্থায়নে
১নং বনি ইউনিয়ন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে ১৮০জন বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।।
স্হানীয় ফকির বাজারে এান সামগ্রী বিতরণ করা হয় উক্ত এান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ১নং বর্নি ইউনিয়ন বিএনপি সভাপতি লোকমান উদ্দিন বায়েছ এর সভাপতিত্বে ও বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমার খসরু, প্রধান বক্তা বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক,১নং বর্নি ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা এর সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, ফোরামের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হুমায়ন রশিদ ইমরান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, বড়লেখা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন বুদুর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সহ- সাধারণ সম্পাদক শেরুজাম্মান চৌধুরী বেনু বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সদস্য আসাদুল ইসলাম রিপন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল মান্নান, ১নংবর্ণি ইউনিয়নের ৪নংওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস শুক্ষুর সাংগঠনিক সম্পাদক কটন মিয়া ৩নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমছ উদ্দিন বর্ণি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোকন আহমদ প্রচার সম্পাদক কাদির মিয়া সহ প্রচার সম্পাদক ময়নুল ইসলাম যুবদলনেতা রেহান উদ্দিন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আছাদ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জবরুল ইসলাম, ২নং দাসের বাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জহুর উদ্দিন,যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন সহ উপস্থিত ছিলেন ১নং বর্নি ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।।।
পাবলিক এর পেটে হালকা আর বাকি টা বড় লোক দের ঘরে