সনাতনী দের ধর্মিয় শিক্ষা দানের জন্য অবিভাবক দের সঙ্গে আলচনা
নিজেস প্রতিবেদক
আসুন সবাই গীতা পড়ি - গীতার আর্দশে জীবন গড়ি এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ জাগ্রত সনাতন সংঘ বৈদিক পাঠশালা কেন্দ্রীয় কমিটির ফুলবাড়ি কুড়িগ্রাম ।
সনাতনীদের বলছি- বলা বন্ধ করুন সব ধর্ম সমান। শিশুদের শিক্ষা দিন সনাতন ধর্ম মহান।
প্রত্যেক শুক্রবার মন্দিরে ঘন্টা বাজে উঠল উলুধ্বনি ।গীতা হাতে মন্দিরে তে -চল খুকুমণি।।
আপনার সন্তানকে প্রতিদিন যদি ধর্মীয় শিক্ষা প্রদান না করেন। তারা তো বিপথগামী হবেই- পড়ে তখন কান্নাকাটি করে আর কোন লাভ হবে না। তাই আপনার সন্তানদের প্রত্যেক শুক্রবার বাংলাদেশ জাগ্রত সনাতন সংঘ বৈদিক পাঠশালা কাশিপুর ইউনিয়ন শাখা মাশানেরপাঠ সেনপাড়ায় পাঠান।
আপনার সন্তানকে আপনি ধর্মীয় পাঠ্যপস্থ পুস্তক কিনে দিতে হবে না - সবকিছুর দায়িত্ব আমাদের। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে বাড়িতেও ধর্মীয় শিক্ষার প্রদান করা। তাহলে তারা সুশিক্ষা পাবে।
জয় গীতা জয় গীতা জয় গীতা
জয় হোক সনাতন ধর্মাবলম্বী দের
সৌজন্যে @এন.এস. নিলাম্বর সেন