আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911


ধুনটে চেয়ারম্যানের পর এবার কৃষকের ঘরে চুরি

ধুনটে চেয়ারম্যানের পর এবার কৃষকের ঘরে চুরি



মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া):


বগুড়ার ধুনটে সুজন মিয়া (৩২) নামের এক কৃষকের ঘরের সিধ কেটে অচেনা নাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় চোর চক্রের সদস্যরা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলাম পুর (ঈশ্বরঘাট) গ্রামে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায়। এসময় চোর চক্রের সদস্যরা নগত ৩ লক্ষ ১৭ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল, জমির কাগজপত্রসহ নতুন কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে বলে দাবি ওই কৃষক পরিবারের। এদিকে দুর্ধর্ষ এই চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। কৃষক পরিবারের এই চুরির ঘটনার মাত্র ৩ দিন আগে ৮ জুলাই সোমবার রাতে একই উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলালের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যানের বাড়ী থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে দাবি ওই পরিবারের। এদিকে পরপর ২টি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


কৃষক সুজন মিয়া জানান, বুধবার রাত্রি অনুমান সাড়ে ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে আলাদা আলাদা নিজ ঘরে সবাই ঘুমিয়ে পড়ি।                                      দিবাগত রাত অনুমান ১২ হইতে রাত্রী অনুমান ২টার মধ্যে যেকোন সময় কে বা কাহারা ক্ষতি সাধনের লক্ষ্যে আমার ঘরের উত্তর পার্শে দুইটি সিধ খনন করে চোর চক্রের সদস্যরা। পরে তারা ভিতর প্রবেশ করে অচেতনা নাশক স্প্রে করে আমাদের অচেতন করে ঘরের ভিতর থাকা স্টিলের বাক্সের তালা কেটে ৩ লক্ষ ১৭ হাজার টাকা ও ২ ভরি সোনার গহনা যাহার অনুমান মূল্য ২ লক্ষ ৩২ হাজার টাকা ও চারটি মোবাইল বাটন মোবাইল দুইটি ও স্মার্ট মোবাইল দুইটি, মোটর সাইকেলের চাবি, জমির দলিল পত্র ও বিভিন্ন কাগজ পত্র চুরি করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।


ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনা সংক্রান্ত অভিযোগও পেয়েছি। চক্রের সদস্যদের সনাক্ত করন ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



 



 

 আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911