মায়ের অপেক্ষা•••
•••মায়ের অপেক্ষা•••
লেখিকা অনামিকা চক্রবর্তী |
লেখিকা : অনামিকা চক্রবর্তী।
মাগো তুমি আসবে যেদিন করবো তোমায় বরণ!
আলতো রঙে রাঙিয়ে দেবো তোমার দুটি চরণ!!
পায়ে তোমার নূপুর দেবো হাতে শাঁখাপলা!
মাথায় তোমার মুকুট দেবো গলায় মুক্তোর মালা!!
মাগো তোমায় পরিয়ে দেবো লাল টুকটুকে শাড়ি!
আসতে এবারও দেরি হলে সঙ্গে দেবো আড়ি!!