আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911


ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ ১১ জন গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ ১১ জন গ্রেফতার 


ঠাকুরগাঁও প্রতিনিধি :

গত ০৯ জুলাই ২০২৪ ইং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানার পুলিশ কর্তৃক মাদক উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।


ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বালিয়াডাঙ্গী থানাধীন  বড়পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত সোপড়া (মোড়লহাট) গ্রামস্থ জনৈক মোঃ আসাদ আলী ওরফে ট্যাবলেট এর বসতবাড়ীর সামনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশী করাকালে শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০৭ (সাত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ  মোঃ রুবেল (২৬) কে গ্রেফতার করা হয়। 

অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও কর্তৃক বালিয়াডাঙ্গীর বড় পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত বেলসাড়া গ্রামের সামশুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  মোঃ একরামুল (৪০)  ও মোঃ জিলানী (৪৩), পিতা-মোঃ ইউসুফ আলী কে গ্রেফতার করা হয়। 

ভূল্লী থানা পুলিশ কর্তৃক অভিযানে   আউলিয়াপুর ইউপির মাদারগঞ্জ মৌজাস্থ কচুবাড়ী বোর্ড অফিস বাজার সংলগ্ন শাহী হিমাগার লিঃ ০৬ এর মেইন গেটের সামনে পাকা রাস্তার পাশে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে মাদক সহ মোঃ আল আমিন (৩০) কে গ্রেফতার করা হয়। 

রুহিয়া থানা পুলিশ কর্তৃক  রুহিয়া পশ্চিম ইউপির অন্তর্গত কশালগাঁও মন্ডলাদাম এমপি মোড় বাজার পাশ হতে গাঁজা উদ্ধারসহ আসামী সঞ্জয় নায়েক (২১) কে গ্রেফতার করা হয়।

 হরিপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে উক্ত  আমগাঁও ইউপির অন্তর্গত আমগাঁও  গ্রামস্থ আমগাঁও চৌরাস্তা বাজারে গাঁজা উদ্ধারসহ মোঃ আব্দুল মালেক (৩২) কে গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক  মিত্রবাটি গ্রাম হতে জনৈক২০০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ  দিপু চন্দ্র রায় কে গ্রেফতার করা হয়। 

ঠাকুরগাঁও থানা পুলিশ কর্তৃক    অভিযানে নারগুন ইউপির অন্তর্গত নারগুন মালেকপাড়া হতে মাদক উদ্ধারসহ  মোঃ আব্দুর রশিদ (৩১) ও  মোঃ আকাশ (২৬) এবং মোঃ তানভীর (১৯) কে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক  হোসেনগাঁও  ইউপির অন্তর্গত কলিগাঁও হতে মাদক সহ মোঃ জাহির উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটককৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



 



 

 আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01839920911